CPA Marketing কি? Learn What is CPA Marketing in Bangla
Blog

CPA Marketing কি? Learn What is CPA Marketing in Bangla

Pinterest LinkedIn Tumblr

মার্কেটিং সম্মন্ধে আমরা সবাই জানি । মার্কেটিং হচ্ছে যে কোন পন্য, উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যত  গুলো ধাপে কাজ করা হয় তার সবগুলোকে একসাথে মার্কেটিং বলে। বিংশ শতাব্দির এই সময়ে ইতিমধ্যে আমরা নতুন কিছু মার্কেটিং এর সাথে পরিচয় হয়েছি । যেমনঃ ডিজিটাল মার্কেটিং , অনলাইন মার্কেটিং। এই ব্লগে আমরা জানবো What is CPA Marketing in Bangla

এই অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এর একটা অন্যতম  ধাপ হচ্ছে  CPA MARKETING-( সিপিএ মার্কেটিং)।

অন্যতম বললাম, এই কারনে , এখান থেকে যেমন আমরা শিখতে পারি, পাশাপাশি ইনকাম করারও  সুযোগ রয়েছে।

What is CPA Marketing in Bangla

CPA MARKETING:

CPA means -(COST PER ACTION) -বাংলায় অর্থ করলে দাঁড়ায় প্রতি কাজের জন্য মুল্য পরিশোধ ।এক কথায় আমাদের কেউ বা কোন প্রতিষ্ঠান বিভিন্ন ধাপে একটা কাজ করতে দিল , এবং প্রতি ধাপ সম্পূর্ণ হওয়া মাত্র আমি একটা পেমেন্ট পাব ।

যেমন ধরুন – XYZ  নামে একটা এপ্লিকেশন কোম্পানী নতুন একটা এপ নামালো । এখন তার জন্য ১০০০০০ ডাওনলোড লাগবে । এখন কেউ বা কোন প্রতিষ্ঠান যদি তার ওয়েব পেজ অথবা ব্লগ থেকে ডাউনলোড করে দেয় , সে অবশ্যই প্রতিটা ডাউনলোডের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ cost action বা টাকা পাবে ।

এখন আমরা বলতেই পারি , ও আচ্ছা এটাতো অফলাইন মার্কেটিং এর মতই । হ্যা অফলাইন মার্কেটিং এর মত বলতে পারি কিন্তু অফলাইন মাকিটিং না । কারণ , অনলাইনে একটা নির্দিষ্ট লেভেলের কাস্টমারকে টারগেট করা যায় কিন্তু অফলাইনে যায় না ।

 CPA MARKETING ( সিপিএ মার্কেটিং) এর মাধ্যমে স্থায়ী customer পাওয়া যায় । যার কারণে , বিজ্ঞাপন দাতারা CPA Networks গুলোকে তুলনামূলক বেশি পেমেন্ট দিয়ে থাকেন।

CPA MARKETING ( সিপিএ মার্কেটিং) আমরা কেন করব ?

কাজের ফাঁকে সময় ফুরোয় , অস্থিরতা এখন বিজ্ঞাপণ হয়।

দৈনন্দিন জীবন যাপনে আমাদের খরচের খাতা দিন দিন ভারী হচ্ছে । আয়ের সাথে মিলছে না ব্যয় । এই আয় ব্যয় এর সামঞ্জস্য করতে আমরা নতুন কিছু শিখে অতিরিক্ত আয় করতে চাই।  বাংলাদেশে অনেক বিশ্বস্ত অনলাইনে ইনকাম সাইট রয়েছে। যেখানে CPA MARKETING এর অনেক সাইট ও বিদ্যমান।

CPA MARKETING বা CPA affiliate marketing করার মাধ্যমে এই অতিরিক্ত আয় করতে পারি যা একসময় আমাদের মূল আয়ে দাড়া করানো সম্ভব।

কথা হচ্ছে CPA MARKETING ( সিপিএ মাকেটিং) করার জন্য আমাদের কি কি যোগ্যতা থাকা লাগবে । চলুন জেনে নেওয়া যাক।

CPA MARKETING (সিপিএ মার্কেটিং) করার যোগ্যতাঃ

  • ধৈর্য ;
  • শেখার মানুসিকতা;
  • কাজ নেয়ার জন্য proper decorated একটি ওয়েব পেজ ;
  • সময় জ্ঞান ;
  • অনলাইন কানেকশন;

CPA Marketing কি

CPA MARKETING (সিপিএ মার্কেটিং) কিভাবে করব

প্রতিটা কাজের জন্যই আপনাকে অভিজ্ঞতা সম্পন্ন হওয়া জরুরি । কারণ সঠিক গেয়ান বেতিত আশানরুপ ফলাফল সম্ভব নয় । তাই সর্ব প্রথম আপনাকে CPA marketing সম্পর্কে সঠিক গেয়ান নিতে হবে । আপনি কোনো সার্টিফাইড এক্সপার্ট এর CPA marketing bangla কোর্স করার মাধ্যমে বা সিপিএ বিষয়ে বিভিন্ন ব্লগ পড়ার মাধ্যমে আপনার যাত্রা শুরু করতে পারেন । পাশাপাশি একটি জিমেইল একাউন্ট এর মাধ্যমে কোনো সিপিএ নেটওয়ার্ক এ একাউন্ট খুলে আপনার প্রেক্টিস শুরু করতে পারেন। যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন,  CPA MARKETING (সিপিএ মার্কেটিং) কি  আপনার জন্য এবং আমি পারবেন কিনা।

Join CPA Network:

আপনি যখন CPA networks সম্পর্কে সঠিক ধারণা সম্পন্ন হবেন,  পরবর্তীতে আপনাকে খুঁজতে হবে কারা বা কোন কোন প্রতিষ্ঠান এই ধরনের কাজ দিচ্ছে, তাদের cost action কেমন  তাদের CPA affiliate marketing  সম্পর্কে ।

CPA MARKETING (সিপিএ মার্কেটিং) এর উদাহরণ

As like the most popular ecommerce Amazon এর ১০০০০ ইমেইল আইডি লাগবে । এখন আমার ওয়েব পেজের মাধ্যমে , ঐ কাজের জন্য আবেদন করতে হবে । আবেদন করার পর আমি একটা লিঙ্ক পাব ঐ লিঙ্কটা আমি আমার পেজের মাধ্যমে পাবলিকদের সাইন আপ করাব । কথা হচ্ছে কোম্পানী যদি , এরিয়া সিলেক্ট করে দেয় , তাহলে আমেকে ঐ এরিয়ার লোকদের সাইন আপ করাতে হবে । যদি না করি , তাহলে আমি পেমেন্ট পাব না ।

নিম্নে কিছু কোম্পানীর নাম দেয়া হলো , যারা CPA MARKETING (সিপিএ মার্কেটিং) এর কাজ দিয়ে থাকে।

CPA AFFILIATE MARKETING NETWORK COMPANY NAME – সিপিএ মার্কেটিং কোম্পানী নাম

  • ডিজিটাল মিডিয়া সলিউশন(ফরমেরলি ডাব্লিউ ফোর) – Digital Media      Solutions(formerly w4).
  • মেডরিভো – MadRivo।
  • কনভার্ট টু মিডিয়া – Convert to Med.
  • গ্লোবাল ওআইড মিডিয়া – Global wide Media.
  • অ্যাফিলিয়েট  নেটওয়ার্ক – Affiliate Network.
  • এডছেন্ড –  Adscend.
  • লেমন এডস-  Lemon Ads.
  • এফোরডি – A4D.
  • এডসটেরা – Adsterra.
  • মোবিডিয়া – Mobidea.
  •  এডভিডি – Advidi
  • পারফর্ম (সিভি) {প্রিভিয়াসলি ক্লিকবুথ} – Perform(cb) {previously Clickbooth}.
  • এডকম্বো – AdCombo.
  • রেভেনিউ এডস – RevenueAds.
  • ফায়ার এডস – Fireads.
  • পান্থেরা নেটওয়ার্ক -Panthera Network.
  • মেক্স বাউন্টি – MaxBounty.
  • এডভেন্ডর – Advendor.
  • ক্রেক রেভেনিউ – CrakRevenue.
  • এড ওয়ার্ক মিডিয়া –  AdWork Media.
  • ক্লিক ডিলার – ClickDealer.
  • টোরো এডভারটাইজিং – Toro Advertising.
  • সিপএ লিড – CPAlead.
  • সিপিএ ম্যাটিকা – CPAMatica.
  • এডমিটাড –  Admitad.

এখন প্রশ্ন আসতে পারে ,

আমি কি CPA MARKETING (সিপিএ মার্কেটিং)পেশা হিসাবে নিতে পারি?

 এই পৃথিবীতে একেক জন একেক পেশা বেছে নিবে , এটাই স্বাভাবিক । কিন্তু  যে কোন পেশা বেছে নেয়ার আগে আমাদের দেখা উচিত , পেশাটা আমাদের ভাল লাগে কিনা । যদি ভাল না লাগে , নিখাত প্রয়োজনের তাগিদে কাজ করি , তাহলে আমি আমার পেশায় তেমন ভাল করতে পারব না । আর যদি ভাল লাগে , তাহলে ঐ কাজটা আমার চেয়ে ভাল কেউ পারবে না ।

 আসুন জেনে নেই ,

কেন আমরা CPA MARKETING পেশা হিসাবে বেছে নিব?

  • সিপিয়ে মার্কেটিং পেশা বেছে নেয়ার একটা বড় সুবিধা হল ,আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরা যায়।
  • এই পেশায় পাব নিজের ইচ্ছামত কাজ করার সুযোগ ।
  • আছে একেক কাজের একেক challenging step ।
  • ঘরে , বাইরে , অফিসে যেখানে খুশি কাজ করার সুযোগ ।
  • ভবিষ্যৎ এ কাজের অভিজ্ঞতার প্রকারভেদে পারব বড় টিম নিয়ে কাজ করার সুযোগ ।

সবি বুজলাম কথা হচ্ছে, CPA MARKETING (সিপিএ মার্কেটিং) আমরা কোথায় করব?

CPA MARKETING (সিপিএ মার্কেটিং) আমরা কোথায় করব

CPA MARKETING এর কাজের ধরণ বুঝে, আমরা ঘরে বাইরে , অফিসে যেখানে খুশি কাজ করতে পারব ।

ঐ যে বললাম , কাজের ফাঁকে সময় ফুরোয় , অস্থিরতা এখন বিজ্ঞাপণ হয় ।তাহলে, NO  অস্থিরতা,  JUST DOING করমতৎপরতা।

এখন অনেকেই বলতে পারি,

সিপিএ মার্কেটিং তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো লাগছে , এই প্রশ্ন যাদের মাথায় উদয় হয়েছে,তারা আশা করি আমার চেয়ে এই বিষয়ে ভাল জানেন । তারপরও বলছি ,

অ্যাফিলিয়েট মার্কেটিং (AFFILIATE MARKETING ) আর সিপিএ অ্যাফিলিয়েট  মার্কেটিং (CPA AFFILIATE MARKETING) অনেকটা এক রকম কিন্তু বিস্তর পার্থক্য আছে।

আসুন জেনে নেই,

অ্যাফিলিয়েট মার্কেটিং (AFFILIATE MARKETING ) আর সিপিএ মার্কেটিং ঠিক কি ধরনের পার্থক্য রয়েছে।

WHAT is the differentiates of CPA MARKETING and AFFILIATE MARKETING -অ্যাফিলিয়েট মার্কেটিং  আর সিপিএ মার্কেটিং  পার্থক্য  কি

 সিপিএ মার্কেটিং CPA MARKETING এ , কোন ধরনের পণ্য (product) বিক্রয় না হলেও আমি কোম্পাণীর শর্ত মোতাবেক কাজ সম্পন্ন করে কমিশন পেয়ে থাকি । কিন্তু ,

অ্যাফিলিয়েট মার্কেটিং AFFILIATE MARKETING  এ , অবশ্যই আমার পেজ থেকে পন্য বিক্রয় হয়া লাগবে।

তবে বলতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং (AFFILIATE MARKETING ) আর সিপিএ মার্কেটিং(CPA MARKETING)  এর pattern  একি রকম ।

 পরিশেষে বলব ,  CPA MARKETING (সিপিএ মার্কেটিং) নিয়ে কাজ আমরা করব, তবে তা করতে হবে একাত্ব মনোযোগ , আর শেখার মানুসিকতা নিয়া । তবেই আমরা এখান থেকে আমাদের চাহিদা মত ফলাফল পাব। (ইনশাআল্লাহ)

Sabiha is a passionate blogger who does Online Marketing, in that order. She also thinks CPA Learner has the Best Online Marketing Courses out there.

Write A Comment

সিপিএ মার্কেটিং এ

সাফল্য পাচ্ছেন না ? 

সাফল্য পেতে আজই এনরোল করুন