কিভাবে জিমেইল আইডি খুলবো ?- আজই করে ফেলুন
Blog

কিভাবে জিমেইল আইডি খুলবো ? আজই করে ফেলুন

Pinterest LinkedIn Tumblr

Communication বা যোগাযোগ স্থাপন, আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য শব্দ । যোগাযোগ স্থাপন ছাড়া এখন আমদের উন্নতি , পরিকল্পনা ও পরবতী করনীয় কোন কিছু চিন্তাই করতে পারিনা ।  অনলাইন যোগাযোগের বিভিন্ন মাধ্যম রয়েছে ।

তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হল WEB MAIL বা  তরঙ্গ বার্তা।  এই ওয়েব মেইল বা তরঙ্গ বার্তা প্রেরণ বা গ্রহনের জনপ্রিয় কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।যেমনঃ- HOTMAIL(হটমেইল), YAHOO MAIL (ইয়াহু মেইল), GMAIL(জিমেইল) ইত্যাদি।

তবে বর্তমান সময়ে এই যোগাযোগের অন্যতম একটা প্রধান মাধ্যম হচ্ছে জিমেইল (GMAIL)। আজকে আমরা জানব , কিভাবে  জিমেইল আইডি  খুলবো (step by step)?

 আসুন , এখন আমরা জেনে নেই , জিমেইল (GMAIL) মূলত কি?

জিমেইল (GMAIL) কি?

GMAIL- (জিমেইল) , বর্তমান সময়ে বিনামূল্যে তথ্য আদান প্রদান করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এর নাম , যা GOOGLE-(গুগল) দ্বারা পরিচালিত। GOOGLE-(গুগল) এর অনেকগুলো সার্ভিসের মধ্যে GMAIL- (জিমেইল) অন্যতম। G- দ্বারা মূলত GOOGLE-(গুগল) কে বুঝানো হয়েছে। ইউরোপের অঞ্চলগুলোতে একে সবাই Googlemail(গুগলমেইল) নামেই ডাকে

জিমেইল (GMAIL) এর ঊৎপত্তি

২০০৪ ইং সালের পহেলা এপ্রিল মূলত এটি পরীক্ষামুলক ভাবে যাত্রা শুরু করে । তবে সর্ব-সাধারণের জন্য শুরু হয় ৭ই ফেব্রুয়ারি ২০০৭ ইং থেকে ।

প্রথম দিকে এটি সবাই ব্যবহার করতে পারত না জিমেইল(GMAIL) একাউন্ট হোল্ডাররা যাদের ইনভাইট করত, শুধুমাত্র তারাই জিমেইল (GMAIL) ব্যবহার করতে পারতো ।

তবে এখন, আমরা সবাই কোন প্রকার ঝামেলা ছাড়াই সরাসরি জিমেইল (GMAIL) একাউন্ট খুলে এটি ব্যবহার করতে পারি।

জিমেইল (GMAIL) এর গুরত্ব ও কেন ব্যবহার করব

  • আমাদের যদি Google Account না থাকে তাহলে আমি Google এর কোন সার্ভিস ব্যবহার করতে পারব না ।
  • সকল প্রকার বিস্বস্ত অনলাইন প্লাটফর্ম কাজের সাইন আপ এর জন্য জিমেইল একাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এখন আমরা বুজতে পারলাম Google এর কোনো সার্ভিস পেতে আমাদের Gmail Account থাকা লাগবে এবং ওয়েব দুনিয়ায় এই একাউন্ট, আমা্দের একটা বড় পরিচিতি (IDENTITY)।

CPA Marketing কি

GOOGLE-(গুগল) এর বিভিন্ন সার্ভিসের  নাম ও বর্ণনা

1.    Google Search Engine: এর মাধ্যমে আমরা যেকোনো  সম্মন্ধে যেকোনো সময় একটা মাত্র ক্লিকে জানতে পারি।

 2.    Google Contact: এর মাধ্যমে আমাদের পরিচিত ব্যক্তিদের নাম্বার আজীবনের জন্য সংরক্ষন করতে পারি।

3.    Google Documents: এর মাধ্যমে আমরা আমাদের যে কোন কাজ নিমিশেই লিখতে পারি , যা হারিয়কে যাওয়া বা মুছে যাওয়ার ভয় নেই।

4.    Google Meet: এর মাধ্যমে আমরা দুনিয়ার এ প্রান্ত থেকে যে কোন প্রান্তের আমাদের কাছের ব্যক্তিদের সাথে দেখা ও কথা বলতে পারি।

5.    Google Operating System: আমরা এখন যে এন্ড্রইয়েড ফোন ব্যবহার করে থাকি , তা মুলত Google Operating System দ্বারা পরিচালিত ।

6.    Google Mail: এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য খুব সহজেই আদান প্রদান করতে পারি ।

আমি যখন এই লেখাটা লিখছি তখন আনুমানিক ৪ বিলিয়ন ব্যক্তি Google বিভিন্ন সার্ভিস ব্যবহার করছে। অতএব বুঝতেই পারছি , যোগাযোগের জন্য  ,জিমেইল (GMAIL)  ব্যবহার করাই আমদের জন্য (GOOD, BEST, BETTER)।

আসুন জেনে নেই, কিভাবে জিমেইল আইডি খুলবো-

জিমেইল (GMAIL)  একাউন্ট খোলার জন্য প্রথমেই আমাদের জেনে রাখা উচিৎ , জিমেইল (GMAIL)  একাউন্ট খুলতে কি কি প্রয়োজন? আসুন জেনে নেই , জিমেইল (GMAIL)  একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?

জিমেইল (GMAIL)  একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?

  • জিমেইল (GMAIL)  একাউন্ট খোলার সদিচ্ছা।
  • ল্যাপটপ(LAPTOP) / কম্পিউটার(COMPUTER) অথবা স্মার্টফোন(SMARTPHONE)।
  • একটি মোবাইল নাম্বার ( ONE MOBILE NUMBER)।
  •  ইন্টারনেট কানেকশন (INTERNET CONNECTION)।

এখন আমরা জানবো , কিভাবে খুব সহজেই , আমরা জিমেইল (GMAIL) একাউন্ট খুলবো। মোট ৭ টি ধাপে (STEP)  জিমেইল বা গুগল একাউন্ট খোলা হয়।

ধাপ(STEP) ১ঃ

  • প্রথমেই আমরা দেখে নেব , আমাদের ল্যাপটপ(LAPTOP) / কম্পিউটার(COMPUTER) অথবা স্মার্টফোন(SMARTPHONE) এর ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা। তারপর ব্রাউজারের সার্চ বার/ এড্রেসবারে  gmail.com লিখে Enter দিব । আমাদের সামনে জিমেইল লগইন পেজ সামনে আসবে ।
  •  জিমেইল লগইন পেজের বাম দিকের নিচের দিকে আমরা দেখব , একাউন্ট তৈরি করুন বা CREATE NEW ACCOUNT ।
  • CREATE NEW ACCOUNT – এ ক্লিক করার পর আমরা দুইটি নতুন option দেখতে পাব । যেমনঃ-  FOR MYSELF, আরেকটা TO MANAGE MY BUSINESS.

FOR MYSELFঃ- মূলত , পারসনাল বা ব্যক্তিগত কাজে ব্যবহার হয়ে থাকে ।  আর  TO MANAGE MY BUSINESSঃ- মূলত , ব্যবসায়িক কাজে ব্যবহার  হয়ে থাকে ।

  • যদি আমরা ব্যবসায়িক কাজে ব্যবহার করতে চাই , তাহলে TO MANAGE MY BUSINESS  এ ক্লিক করব।

অন্যথায় , FOR MYSELF এ ক্লিক করব।

ধাপ(STEP) ২ঃ

  • FOR MYSELF এ ক্লিক করার পর , আমাদের সামনে নতুন একটা পেজ আসবে , সেই পেজে আমরা কিছু BOX দেখতে পাব  । –
  • 1st BOX –এ আমাদের নামের প্রথম অংশ (first name) টাইপ করব ।
  • 2nd BOX -এ আমাদের নামের দ্বিতীয় অংশ(last name) টাইপ করব।

 ( অবশ্যই আমাদের জাতীয় পরিচয়ে যেভাবে দেয়া আছে )।

  • 3rd BOX -এ, আমরা যে নামে জিমেইল আইডি খুলতে চাই , সেই নামটি টাইপ করব ।

 যেমনঃ- [email protected]

উক্ত নিরধারিত নামে যদি কোন আইডি খোলা থাকে , আমরা কিছু suggestion পাব, ঐ টা ফলো করব বা অন্য কোন নাম বাছাই করব

  • 4th  BOX –এ, পাসওয়ার্ড (PASSWORD)দিব ।
  • 5th  BOX -এ,পুনরায় একই পাসওয়ার্ড  (PASSWORD)দিব ।

অবশ্যই সংখ্যা , অক্ষর , সিম্বল দিয়ে পাসওয়ার্ড দিব ,যাতে করে কেউ আমার আইডি হ্যাক করতে না পারে ।

  • পরবর্তী বা NEXT –এ ক্লিক করব ।

ধাপ(STEP) ৩ঃ

এই ধাপটাতে আমাদের  country code সেলেক্ট করতে হবে । যা সয়ংক্রিয়ভাবে করাই থাকে । country code ছাড়া মোবাইল ফোন নম্বর দিব এবং পরবর্তী বা NEXT -এ ক্লিক করব ।

ধাপ(STEP) ৪ঃ

যে নম্বরটি দিয়েছিলাম , সেই নম্বরে একটি OTP ( One-time password ) যাবে, সেই পাসওয়ার্ডটি দিয়ে ভেরিফাই (VERIFY)-এ ক্লিক করব।

সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে, আমাদের সামনে পরবর্তী বা NEXT ধাপ আসবে ।

ধাপ(STEP) ৫ঃ

এই ধাপে এসে , আমরা RECOVERY EMAIL ADDRESS নামে একটি লেখা  দেখতে পাব। কথা হচ্ছে  RECOVERY EMAIL ADDRESS আবার কি ?

RECOVERY EMAIL ADDRESSঃ RECOVERY EMAIL ADDRESS হল – অলরেডি তৈরি করা আমদের পরিচিত এমন একটা একাউন্ট , যদি আমাদের জিমেইল একাউন্ট হ্যাক হয় তাহলে  RECOVERY EMAIL ADDRESS এর মাধ্যমে আমরা আমাদের আইডি ফেরত আনতে পারব।

অতএব এখন RECOVERY EMAIL ADDRESS দিব ।

  • তারপর আমাদের ব্যক্তিগত তথ্য দিব  যেমন জন্ম তারিখ (DATE OF BIRTH) , লিংগ (GENDER)

 ( অবশ্যই আমাদের জাতীয় পরিচয়ে যেভাবে দেয়া আছে )।

  • তারপর পরবর্তী বা NEXT বাটনে ক্লিক করব।

ধাপ(STEP) ৬ঃ

  • তারপর নতুন পেজে এসে স্কিপ skip বা আই এম ইন I am in  লেখায় ক্লিক করে পরবর্তী বা NEXT ধাপে যাব ।

ধাপ(STEP) ৭ঃ

এই ধাপে এসে আমরা গুগল (GOOGLE)  এর প্রাইভেসি এবং শর্ত গুলো (PRIVACY AND TERMS) দেখতে পারব । ঐ গুলো পড়বো, তারপর I AGREE লেখায় ক্লিক করবো ।

তারপর আর নাই , আমরা আমাদের কাংখিত জিমেইল(GMAIL)  একাউন্ট তৈরি করে ফেলতে সক্ষম হয়েছি।

পরিশেষে বলতে চাই, গুগল এমন একটা প্রতিষ্ঠান , যেখানে প্রতিনিয়ত অনেক কিছু সংযোজন ও বিয়োজন হচ্ছে ।তারপর্ ও যতটুকু আপডেট আমি দিয়েছি এবং আমরা যদি মনোযোগ সহকারে অনুশিলন করি , আশা করি কিভাবে জিমেইল আইডি খুলবো এই বিষয়ে আমরা একটি সঠিক সমাধান পেয়ে যাবো এবং এখন আমরা জিমেইল (GMAIL) আইডি  খুলতে পারব।

আল্লাহ হাফেজ।

Sabiha is a passionate blogger who does Online Marketing, in that order. She also thinks CPA Learner has the Best Online Marketing Courses out there.

Write A Comment

সিপিএ মার্কেটিং এ

সাফল্য পাচ্ছেন না ? 

সাফল্য পেতে আজই এনরোল করুন